মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চালককে গলা কেটে হত্যা করে চাল বোঝাই ট্রাক ছিনতাই করেছে দুর্বত্তরা। এছাড়া ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় হেলপারকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোর ৪টার দিকে গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখিমোড় এলাকায় এ ঘটানা ঘটে।
নিহত ট্রাকচালক মো. রবিউল (৩৫) কুষ্টিয়া জেলা সদরের হরিপুর গ্রামের আক্কাস পরামানিকের ছেলে। আহত হেলপার মো. আশরাফুল ওরফে বাবু (২২) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্ডপ মেদিনীরচর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার এসআই দিদার জানান, চাউল বোঝাই ট্রাকটি চট্রগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলো। ছিনতাইকৃত ট্রাকটি উদ্ধার ও এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব