বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় ট্রাকের নিচে চাপা পড়ে স্কুল ছাত্র নিহত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় রেলঘুমটি এলাকায় এ দুঘর্টনাটি ঘটে। নিহত সৈকত মন্ডল (১২) তালোড়া পৌর এলাকার লাফাপাড়া মহল্লার হবু মন্ডলের ছেলে এবং তালোড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনার দিন সকালে সৈকত সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে তালোড়া বাজারে যাওয়ার সময় রেলঘুমটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ১৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন