নারিকেল গাছ থেকে পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মিলন মোল্লা নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখার পর শুক্রবার বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়।
সে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র। মিলন মোল্লার সহপাঠিরা জানান, ‘গত ২৭ ডিসেম্বর সকালে নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যায়। এতে তার কোমর ভেঙ্গে যায় এবং শরীরের নিচের অংশ অবশ হয়ে যায়। পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার নর্দান মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এরপরও তার শারীরিক অবস্থার অবনতি দেখে আইসিইউ থেকে ফেরত পাঠানো হয়। বাড়ি ফেরার পথে শুক্রবার বিকাল তিনটার দিকে তার মৃত্যু হয়। মরদেহ গ্রামে পৌঁছালে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হবে। তার বন্ধুরা আরও জানান, সে ৩৬ বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। বন্ধুদের বিশেষ অনুরোধে সে গাছে উঠতে বাধ্য হয়।
মৃত মিলন মোল্লা মেহেরপুর জেলার সদর থানার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামের হিসাব মোল্লার পুত্র। সে দুই ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয়। সে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের (রুম নং ২১৯) আবাসিক শিক্ষার্থী।
বিডি-প্রতিদিন/ ১৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন