বাগেরহাটে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা অভিযান চালিয়ে মংলার পশুর নদী থেকে বিপুল পরিমান জাটকাসহ ২টি মাছ ধরা ট্রালারসহ ২৮ জেলেকে আটক করেছে।
আজ শুক্রবার সকালে আটককৃত ২৮ জেলেকে ভ্রম্যমান আদালত প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে।
মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এএম রাহাতুজ্জামান জানান, মংলার পশুর নদীতে অভিযান চালিয়ে শুক্রবার সকালে ৫৬০ কেজি জাটকা ইলিশ, ২,২০০ কেজি অন্যান্য সামুদ্রিক মাছ, ৩২০ কেজি বিভিন্ন প্রজাতির শুটকি, ৬০ কেজি কাকড়া এবং ৯০ হাজার মিটার বেহেন্দি জালসহ দুইটি মাছ ধরা ট্রলার আটক করা হয়। এসময় ট্রলারে থাকা ২৮ জেলেকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে এক করে কারাদণ্ড দিয়ে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন