মাদারীপুর সদর উপজেলা পাঁচখোলা গ্রামে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অটোরিক্সার সাথে গায়ের চাদর জড়িয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরে কলাতলা এলাকার মালেক মাতুব্বরের স্ত্রী রোজি বেগম (৪৫) অটোরিক্সা যোগে আসার সময় অসাবধানতা বসত গায়ে চাদর অটোরিক্সার চাকার সাথে জড়িয়ে যায়। এসময় ঘটনা স্থলেই গৃহবধূ মৃত্যু হয়।
মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন