বগুড়ায় শপথ নিয়ে বের হয়েই গ্রেফতার হলেন বিএনপি নেতা দুই কাউন্সিলর।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২ টায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বগুড়ার ৯টি ও নওগাঁর ২টি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে বের হওয়ার সময় বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা বিএনপি’র সদস্য তৌহিদুর রহমান বিটু ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরুকে গ্রেফতার করে যৌথভাবে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে ভাংচুর, নাশকতা মামলা রয়েছে।
জানা যায়, শুক্রবার সকাল ১১টায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনের বগুড়ার ৯টি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহম্মদ তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে শহীদ টিটু মিলনায়তন থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় তাদের গ্রেফতার করে। এ সময় ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা পরিমল চন্দ্র দাস পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃতদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
গ্রেফতারকৃত হিরু বগুড়া জেলা জাসাসের সাধারণ সম্পাদক এবং তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। এছাড়া বিটুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ আবুল বাশার জানান, দুই কাউন্সিলরকে গ্রেফতারের পর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, ভাংচুর, নাশকতার একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন