পটুয়াখালীর কলাপাড়ায় আয়রন ব্রিজের পাটাতন ভেঙ্গে ধান বোঝাই টমটম খালে পড়ে চারজন আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকালের দিকে উপজেলার নীলগঞ্জ উনিয়নের এলেমপুর গ্রামে এঘটনা ঘটে।
এসময় শিশু হামিম (৯) সহ টমটম চালক বারেক খান (৩০), আনোয়ার হোসেন (৩৫) ও মিজানুর রহমান (২৮) আহত হন।
আহত ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ১২ বস্তা ধান একটি টমটমে বোঝাই করে পাখিমারা বাজারে যাচ্ছিলো। এ সময় ব্রিজ পার হওয়ার সময় পাটাতন ভেঙ্গে টমটম বোঝাই ধানসহ চার জন খালে পড়ে যায়। এতে সকলেই ব্রিজের এ্যাংগেলের সঙ্গে আঘাত পেয়ে আহত হন।
বিডি-প্রতিদিন/ ১৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন