নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের কন্ট্রাক্টর পুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আবুল কাশেম (৩৫) ব্রাহ্মণবাড়ীয়া জেলার কশবা থানার শ্যামের তলা এলাকার আবদুল মালেকের ছেলে।
জানা যায়, সকালে নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। এসময় কন্ট্রাক্টর পুল এলাকায় বাস থামিয়ে আবুল কাশেম নেমে যান। তার চলাফেরায় সন্দেহ হলে সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে আবুল কাশেমের জড়িত থাকার বিষয়টি জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি, ২০১৬/ রশিদা