ঠাকুরগাঁও হরিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগ-কৃষকলীগ একই সময়ে সভা আহ্বান করায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। শনিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত এ আদেশ জারি থাকবে। সকাল থেকে দলীয় কার্যালয়ে পুলিশ অবস্থান নেয়।
এদিকে, বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় এলাকায় কৃষকলীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে আসে। কার্যালয়ে ঢুকতে না পেরে শহরে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিক্ষুব্ধরা ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় এবং রাস্তার পাশে সাটানো এমপির বেশ কয়েকটি ফেস্টুন-ব্যানার ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের দোকান ভাংচুর করে। পরে উপজেলা কার্যালয়ের সামনে সমাবেশ করে কৃষকলীগের নেতাকর্মীরা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১টা) যুবলীগের নেতাকর্মীদের দেখা যায়নি।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি, ২০১৬/ রশিদা