নিখোঁজের ২৩ দিন পরও মাদারীপুরের কালকিনি উপজেলার পার্শ্ববর্তী এলাকা গেৌরনদীর খাজ্ঞাপুর গ্রামের ফারুক হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধের সন্ধান মেলেনি। তার নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, খাজ্ঞাপুর গ্রামের আকুবালী হাওলাদারে ছেলে তিন সন্তানের জনক ফারুক হাওলাদার। তিনি গত ২৪ ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার কোইলাটি ইউনিয়নে তাবলিগ জামায়াতের জন্য পাগলা বাজার জামে মসজিদে যান। পরে সেখান থেকে তিনি আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এ ব্যাপারে নিখোঁজ ব্যক্তির ছোট ভাই এমদাদুল হক জুয়েল তার ভাই নিখোঁজের কথা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৬/শরীফ