চাঁপাইনবাবগঞ্জ কারগারে রায়হান আলী (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
রায়হান আলী শিবগঞ্জ উপজেলার কানসাট কলোনীর মোস্তাক মোমিনের ছেলে।
জান যায়, মৃত রায়হান আলীর বিরুদ্ধে ২০১৫ সালের ২৯ জুন শিবগঞ্জ থানায় দায়েরকৃত একটি মাদক মামলা ছিল এবং ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছিল।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি, ২০১৬/ রশিদা