নোয়াখালী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে শুক্রবার রাতে আবু তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো: হানিফ, ক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: হারুনুর রশিদ আজাদ, কোষাধ্যক্ষ ও সুবর্ণচর উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট ওমর ফারুক, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, মুক্তিযোদ্ধা বাদল, সাবেক কাউন্সিলর রেজাউল হক বাহাদুর, অধ্যক্ষ বোরহান উদ্দিন, নির্বাচন কমিশনার অধ্যক্ষ এনামুল হক, নোয়াখালী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক, দেশটিভি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, এস.এ টিভি’র জেলা প্রতিনিধি আবদুর রহিম বাবুল ও সাংবাদিক জি.জি.এম মাহবুবুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্লাব সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ক্লাবের আয়-ব্যয়ের হিসাব ও বাজের উপস্থাপন করেন এডভোকেট ওমর ফারুক। অনুষ্ঠান শেষে এডভোকেট শিহাব উদ্দিন শাহিনকে সভাপতি ও মো: হারুনুর রশিদ আজাদকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়। ক্লাবের উন্নয়নের লক্ষ্যে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে ডিনারের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন