চট্টগ্রামে অভিযান চালিয়ে ২১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-৭। এসময় খোকন এবং মোস্তাফিজ নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। অভিযানে ফেনসিডিল বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়।
শুক্রবার গভীর রাতে সীতাকুণ্ড থানাধীন মাদামবিবির হাট এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক মো. আমিরুল্লাহ বলেন, কুমিল্লা থেকে ফেনসিডিলের বৃহৎ একটি চালান আসছে এ তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে মাদামবিবির হাট এলাকায় অবস্থান নেয় র্যাবের একটি দল। ফেনসিডিল বহনকারী ট্রাকটি আসলে তাতে তল্লাশি চালিয়ে ২১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন