ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এসময় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- অজ্ঞাত মহিলা (২৮), উপজেলার মুখুরিয়া গ্রামের ফতেমা (২২), অজ্ঞাত (২৪) ও শরীফ (২৫)।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
গৌরীপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১ টার দিকে ভৈরবগামী বাস শ্যামল ছায়া ও বিপরীত দিক থেকে আসা ময়ময়মনসিংহ গামী একটি মাল বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এ সময় বাসটি ধুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা (২৮) এক মহিলা নিহত হন। পরে গৌরীপুর উপজেলার মুখুরিয়া গ্রামের ফতেমা (২২) ও অজ্ঞাত (২৪) ঈশ্বরগঞ্জ হাসপাতালে মারা যান। আর শরীফ (২৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
আহত ৩৫ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় প্রিতি রানী দত্ত (১০), রুবেল (৩৩),তানিয়া (২২) আজিজুর রহমান (৪০), ফজলুল করিম (৩৫) ও অজ্ঞাতনামা ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন