বাগেরহাট থেকে মোড়েলগঞ্জের উদ্যোশে ছেড়ে যাওয়া ৪০ যাত্রীসহ মালামাল বোঝাই একটি ট্রালার দড়াটানা নদীতে ডুবে গেছে।
আজ শনিবার বিকালে ৪০ যাত্রীসহ ১শ বস্তাা চাল, ৯ বস্তা ডাল, লবণ নিয়ে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বাসবাড়িয়া এলাকায় ট্রলারটি ডুবে যায়। এসময় ওই ট্রলারে থাকা সব যাত্রী সাতঁরে তীরে উঠায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ডুবে যাওয়া ট্রলারের যাত্রী মো. আসলাম হোসেন জানান, বাগেরহাট থেকে ৪০ যাত্রীসহ বিভিন্ন মালামাল নিয়ে ট্রলারটি ডেমা ইউনিয়নের বেড়গজালিয়া পৌঁছালে ট্রলারটিতে কোন কারন ছাড়াই তলা ফেটে পানি উঠতে শুরু করে। এসময় ট্রলারে থাকা যাত্রীরা নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে তীরে উঠতে পারলেও চাল-ডালসহ বিভিন্ন মালামাল নিয়ে ট্রলারটি ডুবে যায়।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন