'কথায় কথায় ধর্মঘট করবেন না। কেউ অন্যায় করলে ব্যবস্থা নিব। কিন্তু রোগীদের কষ্ট দিবেন না। আপনাদের কষ্ট লাঘব করার জন্য ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হবে। সকল দাবি পূরণ করা হবে। কিন্তু এর বিনিময়ে আমি চাই রোগীদের জন্য মমতা মাখা সেবা।'
আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামে মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র-শিক্ষক ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় ডাক্তারদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মোঃ মতিউর রহমান ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ডা. হাবিবে মিল্লাত এমপি, স্বাস্থ্য অধিদপ্তর এর মহাপরিচালক দ্বীন মোঃ নুরুল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর সভাপতি ইকবাল আর্সেনাল, মহাসচিব এম এ আজিজ, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি শরাফ উদ্দিন আহমেদ এবং ময়মনসিংহ শাখার স্বাচিপ ও বিএমএ সভাপতি এ এফ এম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বলেন, খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনার অধীনে তিনি নির্বাচন করবেন না। নির্বাচনে এসে নৌকার কাছে ধানের শীষ সর্বক্ষেত্রে পরাজিত হয়েছে। এসময় তিনি আরো বলেন, ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবেনা। ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই ধানের শীষ নিয়েই নির্বাচন করবে বিএনপি।
পরে, ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যা থেকে ৫০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেন। এরপর উপজেলার বোকাইনগর ইউনিয়নের ডা. মুক্তাদির চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৫’শ চোখের ছানি ও ল্যান্স অপারেশনের ৩৯ তম ফ্রি মেডিকের ক্যাম্প উদ্বোধন করেন। পরে তিনি পুরো হাসপাতালটি ঘুরে দেখেন।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন