লক্ষ্মীপুরের রামগঞ্জে হত্যাসহ সাত মামলার আসামী মোঃ ইয়াছিনকে চট্রগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এদিকে রামগঞ্জ শহর থেকে পৌর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার মজুমদারকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানান এই ওসি। তার বিরুদ্ধে ভোট কেন্দ্রে ভাংচুর-অগ্নি সংযোগসহ ৫ টি মামলা রয়েছে বলে জানান তিনি। শুক্রবার দিবাগত রাত ও শনিবার দুপুরে এ দুজনকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন