লক্ষ্মীপুরের কমলনগরে সুলতানা বেগম নামের বিশ বছরের এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে উপজেলার চর লরেন্স গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত সুলতানার মা বলেন, ফেনীর দাগনভূঁইয়ার এক ছেলের সঙ্গে সুলতানার প্রেমের সম্পর্ক ছিল। গত ২৮ নভেম্বর সে গোপনে তার প্রেমিকের কাছে যাওয়ার পর আবার গত ৭ জানুয়ারি বাড়িতে ফিরে আসে। এতে করে সুলতানাকে নিয়ে এলাকার মানুষ বিভিন্ন কটূক্তি করে। তা সহ্য করতে না পেরে শুক্রবার দিবাগত রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহমেদ বলেন, ঝুলন্ত অবস্থায় এক যুবতীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন