নেত্রকোনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাওসার (২১) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা।
শনিবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার মদনপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত কাওসার মদনপুর পূর্বপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে।
ছুরিকাঘাতের পর রক্তাক্ত অবস্থায় আহত যুবককে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়ে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৬/মাহবুব