ময়মনসিংহে স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তল, গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রবিবার ভোরে শহরের মাসকান্দায় বিসিক শিল্প এলাকার ‘দৈনিক জাহান’ পত্রিকা কার্যালয়ে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজী।
আটককৃতরা হলেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান নাদিম ও কর্মচারী রাসেল।
ওসি ইমারত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৬/মাহবুব