মাদারীপুরের রাজৈর উপজেলার অজ্ঞাত পরিচয় এক নারীর (২৭) গলা কাটা ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হোসেনপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে স্থানীয়রা রাজৈর উপজেলার হোসেনপুর পাকা রাস্তার পাশে এক যুবতীর রক্তাক্ত লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশে উরু ও গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও লাশের গলা কাটা ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রথমে ধর্ষণ শেষে উরু ও গোপনাঙ্গে আঘাত করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে গলা কাটা হয়েছে।
রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৬/মাহবুব