ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা জেঠা গ্রাম মেলা থেকে চার জুয়ারিকে গ্রেপ্তার করে এক মাসের সাজা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, শনিবার সারা দিনরাত্রি চলে মেলা। মেলাকে কেন্দ্র করে বসে জুয়া খেলার আসর। পুলিশ জুয়ার আসর থেকে মো. মুক্তার মিয়া (২৮), মো. হুমাইয়ূন (৩৭), মো. নোয়াজ আলী (৫০) ও কবির মিয়াকে (২২) জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার করে। পরে আজ রবিবার সকাল ১১ঘটিকায় তাদেরকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন তাদের প্রত্যেককে এক মাসের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৬/শরীফ