গাজীপুরের কাপাসিয়ায় হাতকড়াসহ সেলিম (৩০) নামের এক চুরির আসামি হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার বেলা ১১টার দিকে পালিয়ে যার পর আসামীকে ধরতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।
পলাতক ওই আসামীর কাপাসিয়ার ঘাগটিয়া চালা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে সেলিম নামের এক আসামীকে আহত অবস্থায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে থানা পুলিশ। পরে রবিবার দুপুর ১১টার দিকে হাসপাতালের বেড থেকে বাথরুমে
যাবার কথা বলে দৌঁড়ে পালিয়ে যায়। এ খবর থানা পুলিশ জানতে পেরে হাসপাতালের বিভিন্নস্থান ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করে।
ঘাগটিয়া চালা গ্রামবাসি জানায়, শনিবার রাতে একটি চুরির ঘটনায় আব্দুল মান্নানের ছেলে সেলিমকে গ্রামবাসী আটক করে বেধরক পিটুনি দেয়। এতে সেলিম গুরুতর আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে সেলিমকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি ইজতেমার ডিউটিতে আছি। থানা থেকে পুলিশ খবর দিয়েছে একজন চোরকে রাতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজকে নাকি পালিয়ে গেছে। তবে তাকে গ্রেফতারে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৬/মাহবুব