নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে মাইক্রোবাস চাপায় হেলাল উদ্দিন (২৪) ও কবির আহামদ (৫১) নামে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ যাত্রী।
রবিবার সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক হেলাল বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের সামছুল আলমের ছেলে এবং কবির আহামদ আমান্ উল্যাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের গোলজান হোসেনের ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে বেগমগঞ্জের দিকে আসছিল। পথিমধ্যে বাংলাবাজার এলাকায় পৌঁছলে একটি দ্রুতগতির মাইক্রোবাস সিএনজি অটোরিকশাকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক হেলাল ও হাসপাতাল নেওয়ার পথে যাত্রী কবির আহমদের মৃত্যু হয়। ঘটনায় সিএনজির আরো ৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেগমগঞ্জ চৌমুহনী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবু জাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৬/মাহবুব