ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের একটি রেস্টুরেন্ট থেকে ২টি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। র্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক স্কোয়াড লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ফ্লেবার জুস হাউজ ও কাবাব হাউজে অভিযান চালিয়ে হোটেলের একটি কেবিন থেকে ৬.৭৫ বোরের দুটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের কাঠালতলা এলাকার মানু মিয়ার ছেলে মোহাম্মদ সুমন ও একই ইউনিয়নের ঈদগাঁহ এলাকার মনির আহম্মদ পিন্টুর ছেলে কামাল হোসেন।
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন থেকে অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৬/শরীফ