বগুড়ার শেরপুর উপজেলায় এনজিও কর্মকর্তা মিজানুর রহমানকে (৩০) ছুরিকাঘাত করে ৩০ হাজার টাকা ও একটি মোবাইলফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। স্থানীয়রা আহত মিজানুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সে সোসাইটি ফর সোস্যাল সার্ভিস’র (এসএসএস) সিনিয়র মাঠ সংগঠক হিসেবে কর্মরত।
সোসাইটি ফর সোস্যাল সার্ভিস’র ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, শনিবার সকালের দিকে মিজানুর রহমান সংস্থার গাড়িতে করে কেন্দ্রে যান। সেখান থেকে সাপ্তাহিক কিস্তি ও সঞ্চয়ের টাকা আদায় করে বিকেলে তিনি সাইকেলযোগে পৌরশহরের উলিপুর পাড়া সংস্থার কার্যালয়ে আসছিলেন। পথিমধ্যে মোটরসাইকেল যোগে তিন ছিনতাইকারী তার পথরোধ করে ছুরিকাঘাত ও পিটিয়ে তার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ও তার ব্যবহূত মোবাইলফোন ছিনিয়ে নেয়। এ সময় তার চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই ছিনতাইকারীরা দ্রুত সটকে পড়ে।
বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মো. এরফান জানান, আজ এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৬/শরীফ