পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি হারুন তালুকদার (৫০) গুরুতর জখম হয়েছে।
এসময় তাকে রক্ষা করতে গেলে প্রতিবেশী সুমন হাওলাদার (২৬) আহত হন।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মধুপাড়া গ্রামে এঘটনাটি ঘটেছে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
এঘটনার জন্য আহত আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি হারুন তালুকদার স্থানীয় জাকির প্যাদা, হাসান গাজী ও বাবুল প্যাদাকে দায়ী করেছে।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন