মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বিরাঙ্গল গ্রামে আগুনে পুড়ে ইউসুফ মাতুব্বর (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বিরাঙ্গল গ্রামের একটি খড়ের ঘরে আলিমুদ্দিন মাতুব্বরের ছেলে ইউসুফ আলি মাতুব্বর ঘুমাচ্ছিলেন। সকালে স্থানীয়রা অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া ইউসুফের লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে মারা যায় ইউসুফ। ধারণা করা হচ্ছে রাতে ধূমপান করতে করতে ঘুমিয়ে পড়েছিল ইউসুফ। পরে অগ্নিকাণ্ডে মারা যায় ইউসুফ। ইউসুফ মানসিক ভারসাম্যহীন বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৬/ সালাহ উদ্দিন/ রশিদা