চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মোড়ে বোমা হামলা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার রাত পৌনে ১১টার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানায়, সাতগাড়ি মোড়ের ওষুধ বিক্রেতা স্যালটন রহমানের বাড়ির পেছনে কে বা কারা বোমাটি ছুঁড়ে মারে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমার শব্দ শুনে এলাকার অনেকে ঘরের বাইরে এসে জমায়েত হয়।
চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ভয়ভীতি দেখানোর জন্য কেউ জোরে শব্দ হয় এমন পটকা জাতীয় কিছু ছুঁড়ে মেরেছে।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৬/ রশিদা