বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহী মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুর জেলা জাতয়িতাবাদী আইনজীবী ফোরাম।
আজ বৃহস্পতিবার সকালে জামালপুর জেলা জজ আদালত চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট গোলাম নবী, অ্যাডভোকেট রবিউল আলম, অ্যাডভোকেট মনজুর কাদের বাবুল, অ্যাডভোকেট দিদারুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৬/ রশিদা