পাবনার চাটমোহরে আব্দুর সামাদ (৫০) নামের এক চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সকালে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানান।
নিহত সামাদ উপজেলার ফৈলজানা ইউনিয়নের নেংড়ী গ্রামের মৃত চৈতে প্রামানিকের ছেলে।
পরিবারের বরাত দিয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুজ্জামান বলেন, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় আব্দুস সামাদ। রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খুজেও তাকে পায়নি।
পরে আজ বৃহস্পতিবার সকালে নেংড়ী গ্রামের সরিষা ক্ষেতে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের গলায় শ্বাসরোধ ও মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, নিহত সামাদ আগে চরমপন্থি গ্রুপ ‘সর্বহারা’ দলের সক্রিয় সদস্য থাকলেও বর্তমানে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসে। স্থানীয় ভাবে বিএনপি করলেও মুলত তিনি কৃষিকাজের সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ বা মামলা নেই। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
তবে নিহত সামাদ চরমপন্থি সর্বহারা দলের সক্রিয় সদস্য ছিল। দল থেকে বেরিয়ে যাওয়ার কারণে চরমপন্থি দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সামাদকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন