নাশকতার মামলায় নোয়াখালীর সেনবাগ পৌরসভা জামায়াতে ইসলামির সেক্রেটারি সামছুদ্দোহাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার বাতাইকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটটি নাশকতার মামলার আসামি সামছুদ্দোহা উপজেলার অর্জুনতলা ইউনিয়নের বাতাইকান্দি গ্রামের আলী আকবরের ছেলে।
সেনবাগ থানার ওসি আবদুর রাজ্জাক জানান, দুপুরে সামছুদ্দোহাকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘ দিন যাবত পালাতক ছিলো।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব