বগুড়ার ধুনটে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে অপহরণের চেষ্টাকালে খোকন মিয়া (৩০) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ধুনট-সোনাহাটা সড়কের সুরুগ্রাম সড়কে এ ঘটনা ঘটে।
আটক খোকন মিয়া উপজেলার নিমগাছি ইউনিয়নের পিরাপাট গ্রামের হাফিজার রহমানের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার শাহজাহানপুর উপজেলার শৈলধুকড়ি গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে আল-আমিন প্রায় ৮ মাস আগে বিয়ে করেন ধুনট উপজেলার পিরাপাট গ্রামের সামছুল হকের মেয়ে সুইটি আকতার সাথীকে।
বৃহস্পতিবার দুপুরের দিকে ধুনট উপজেলার কান্তনগর বাজার থেকে ওষুধ কিনে স্বামীর সঙ্গে অটোরিকশায় চড়ে পিরাপাট গ্রামে বাবার বাড়িতে ফিরছিলেনসুইটি। এদিকে একই সময় কান্তনগর বাজার এলাকা থেকে বখাটে খোকন মিয়ার নেতৃত্বে চার অপহরণকারী অন্য একটি অটোরিকশায় চড়ে নবদম্পতির অটোরিকশাটির পিছু নেয়। এক পর্যায়ে ধুনট-সোনাহাটা পাকা সড়কের সরুগ্রাম ফাঁকা মাঠের ভিতর পৌঁছলে অটোরিকশার গতিরোধ করে সুইটিকে অপহরণের চেষ্টা করে খোকন ও তার লোকজন। এ সময় দম্পতির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার ও বখাটে খোকন মিয়াকে আটক করে থানায় খবর দেন। তবে তার সঙ্গীরা অবস্থা বেগতিক দেখে কৌশলে সটকে পড়েন।
এ বিষয়ে জানতে চাইলে থানা হাজতে আটক বখাটে খোকন মিয়া অপহরণের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, সুইটিকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্ত সুইটিকে আমার সাথে বিয়ে না দিয়ে আল-আমিনের সঙ্গে বিয়ে দেয়। এ কারণেই সুইটির সংসার ভাঙ্গতেই অপহরণের চেষ্টা করি।
ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে খোকন মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধুনট থানায় মামলা হয়েছে জানান।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব