ঝালকাঠিতে ৩০৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে বরিশাল আর্ম পুলিশ। বৃহস্পতিবার সকালে গাবখান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ফেনসিডিল বহনকারী একটি মিনি ট্রাকও জব্দ করা হয়।
ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক আবদুল হালিম তালুকদার জানান, সাতক্ষীরা থেকে একটি লাল রঙের মিনি ট্রাকে ফেনসিডিল নিয়ে সড়ক পথে আসার গোপন সংবাদ পেয়ে বরিশাল আর্ম পুলিশের একটি দল ঝালকাঠির গাবখান সেতু এলাকায় অবস্থান নেয়। সকালে ট্রাকটি আসলে থামিয়ে তল্লাশী চালায় আর্ম পুলিশ। এসময় ট্রাকের ভেতরে অভিনব পদ্ধতিতে বক্স তৈরি করে রাখা ৩০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আর্ম পুলিশ ট্রাকে থাকা সাতক্ষীরা সদরের আবদুস সবুর মন্ডল ও মোহাম্মদ গাজীকে গ্রেফতার করে। পরে মিনি ট্রাক ও ফেনসিডিলসহ তাদের ঝালকাঠি থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব