গত বছরের ৫ জানুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মৌলভীবাজারের কুলাউড়ার সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এমএম শাহীনসহ ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।
বৃহস্পতিবার মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের আদালত তাদের বিরুদ্ধে এ চার্জ গঠন করেন।
মামলার আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল জানান, পুলিশ অ্যাসাল্ট মামলায় সকল আসামির ওপর চার্জ গঠন করে মামলাটির বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে মামলার অন্যতম আসামি সাবেক এমপি এমএম শাহীনের আবেদনের প্রেক্ষিতে আদালত ২০৫ ধারায় ২০ দিন ব্যক্তিগত হাজিরা থেকে আইনজীবীর জিম্মায় তাকে অব্যাহতি দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৫ জানুয়ারি দেশের অন্যান্য এলাকার মতো কুলাউড়ায় সাবেক এমপি এমএম শাহীন বিএনপি নেতাকর্মীদের নিয়ে পতাকা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে সংঘর্ষ হয় এবং পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। ওই ঘটনায় কুলাউড়া থানায় একটি পুলিশ অ্যাসাল্ট মামলা দায়ের হয় এবং ৩০ জুন এই মামলায় পুলিশ সাবেক এমপি এমএম শাহীনসহ ৪৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব