অবৈধ অনুপ্রবেশের দায়ে কক্সবাজার জেলার টেকনাফের নাফনদী সীমান্তে মানব পাচারকারীসহ ৩৩ মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ইঞ্জিন চালিত একটি নৌকাও জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকাল শাহপরীরদ্বীপ বিওপির নায়েক সুবেদার মো. ফেরদৌস মিয়ার নেতৃত্বে একদল বিজিবি শাহপরীরদ্বীপ নাফনদী বদর মোকাম এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অনুপ্রবেশকালে এক বাংলাদেশিসহ ৩৪ মিয়ানমার নাগরিককে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ২৭ জনকে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে এবং এক দালালসহ ৭ মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে
আটককৃতরা হলেন শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়া এলাকার করিম উল্লাহর ছেলে মো. ইসমাইল(২৪)। মিয়ানমারের আকিয়াব বারিজার ডেইল এলাকার নুর আহমদের ছেলে এয়ার মোহাম্মদ(৪৫) ও এয়ার মোহাম্মদের ছেলে শফি আলম(১৮)। একই এলাকার ধলু হোসনের ছেলে আব্দুস সোবহান(৫৫) ও বারিজা ডেইল এলাকার আব্দুল হাদিরের ছেলে মো. কাসিম(২৬), বগার ডেইল এলাকার নুরুল ইসলামের ছেলে লোকমান (২১) একই এলাকার দুদু মিয়ার ছেলে জামাল হোসন(২৫)।
আটক দেশি-বিদেশি নাগরিকদের থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হযেছে বলে জানিয়েছেন বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব