দিনাজপুরে এক নারীকে ধর্ষণ ও তার গর্ভজাত সন্তান নষ্টের দায়ে মোস্তাফিজুর রহমান শাহিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আকতারুল আলম এ রায় প্রদান করেছেন।
দণ্ডপ্রাপ্ত শাহিন চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ী বোর্ড স্কুল পাড়া গ্রামের মৃত জাকির হোসেনের পুত্র।
জানা যায়, গত ২০১০ সালের ২৫ মে ধর্ষণের শিকার ওই নারী বাদি হয়ে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করেন। মামলায় শহিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের পাশাপাশি গর্ভের ৪ মাসের সন্তান নষ্টের অভিযোগে আনা হয়। বৃহস্পতিবার আদালত স্বাক্ষ্য প্রমাণের ভিক্তিতে আদালত শাহিনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব