বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ ও তার মুক্তির দাবীতে লক্ষ্মীপুরে বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের চকবাজার থেকে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, সহ-সভাপতি ফয়েজ আহমদ, হাসান মাহমুদ, হাবিবুর রহমান বাবু, সদর উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক আব্দুল মকিব, পৌর সভাপতি মোসাদ্দেক হোসেন বাবর, পৌর সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন, লক্ষ্মীপুর কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, আলীয়া মাদ্রাসা সভাপতি হুমায়ুনসহ বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, বৃহস্পতিবার বিকেল রাজধানীর পল্টন, মতিঝিল ও সূত্রাপুর থানায় দায়ের করা নাশকতার ৯টি মামলায় এ্যানির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব