বগুড়ার সান্তহার পৌরসভার নব নির্বাচিত মেয়র বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ভুট্টকে জেলা গোয়েন্দা ও আদমদিঘি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত ৮ জানুয়ারি বগুড়ার সান্তাহার শহরে শ্রমিকলীগ, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে শ্রমিকলীগের ২ কর্মী নিহত হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তোফাজ্জল হোসেন ভুট্টকেও আসামি করা হয়।
এ কারণে তিনি গত ১৫ জানুয়ারি মেয়র ও কাউন্সিলদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তার শপথ নেয়ার ব্যাপারে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য গত বুধবার তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান। সেখান থেকে তাকে বগুড়ার জেলা প্রশাসকের সাথে সাক্ষাতের পরামর্শ দেয়া হয়। সেই অনুযায়ী তিনি বৃহস্পতিবার দুপুরে বগুড়ায় আসেন।
বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, দুপুরে তোফাজ্জল হোসেন ভুট্টকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা বিএনরি সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মো. শোকরানা ও সাংগঠনিক সম্পাদক মীরে আলম প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব