আওয়ামী লীগের হামলায় বিদ্যালয়ের ৮ শিক্ষক আহত
শেখ রুহুল আমিন, ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর মাধ্যমিক বিদ্যালয়ে পাল্টাপাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ৩ নারী শিক্ষিকাসহ ৮ জন শিক্ষক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নুর ইসলাম, স্বপন কুমার ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন নাহারকে রক্তাক্ত জখম অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য শিক্ষকরা হলেন রেজাউল ইসলাম, আতিয়ার রহমান, জরিনা খাতুন, ফাতেমা খাতুন ও মাওলানা জব্বারুল ইসলাম।
জানা গেছে, হামলার সময় স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা আতংকিত হয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। চোখের সামনে শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় স্তম্ভিত হয়ে যায় শিক্ষার্থীরা।
স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা জব্বারুল ইসলাম জানান, হরিপুর স্কুলের কমিটি গঠন নিয়ে এক বছর ধরে স্কুলের বেতন বিলে স্বাক্ষর করছেন জেলা প্রশাসক। আগের কমিটির সভাপতি ছিলেন আওয়ামী লীগ নেত্রী মাহফুজা তাহের। তাকে বাদ দিয়ে নতুন কমিটির সভাপতি হন স্থানীয় বিষয়খালী বাজারের গ্রাম্য চিকিৎসক মোহাম্মদ আলী। পরিচালনা কমিটির পরিবর্তনের কারণে সাবেক সভাপতির অনুগত প্রধান শিক্ষক আলমগীর হোসেন মন্টুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
মন্টু আদালতের আশ্রয় নিলে আদালত তাকে স্বপদে যোগদান করার নির্দেশ দেন। কিন্তু বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন নাহারসহ অন্যান্য শিক্ষকরা তাকে যোগদানে বাধা সৃষ্টি করেন। এ নিয়ে এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সাবেক সভাপতি মাহফুজা তাহের কমিটি গঠনের দিন মারামারির ঘটনায় স্কুলের ৬ জন শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বৃহস্পতিবার ঝিনাইদহ আদালতে তারা হাজিরা দিতে আসেন। এই সুযোগে সাবেক সভাপতি আওয়ামী লীগ নেত্রী মাহফুজা তাহের ও তার অনুগত ভারপ্রাপ্ত প্রধান আলমগীর হোসেন মন্টুর লোকজন স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক পেটাতে শুরু করেন। তাদের পিটুনিতে ৩ নারী শিক্ষকসহ ৮ জন আহত হন।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিয়োগ ও স্কুলে পাল্টাপাল্টি কমিটি গঠন নিয়ে এলাকায় সরকারী দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদের মধ্যে ৩ জনকে রক্তাক্ত জখম করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব