সিরাজগঞ্জের বগুড়া-নগরবাড়ী মহাসড়কে যানবহনে চাঁদাবাজির সময় অভিযান চালিয়ে চাঁদার টাকাসহ ৫ জনকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা।
বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে রায়গঞ্জে উপজেলার গোদলা দিঘোর গোদাইপুরে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন শেরপুর উপজেলার টাউন কলোনীর মৃত আফরোজ আলীর ছেলে মজনু আলম(৫০), বড়াইদহ খন্দকারপাড়া ইসরাইল আকন্দের ছেলে সোহেল রানা(২০), রায়গঞ্জ উপজেলার চাঁন্দাইকোনা পূর্বপাড়া গ্রামের জেল হোসেনের ছেলে রাসেল শেখ(১৮), চাঁন্দাইকোনা পূর্বপাড়া গ্রামের সাত্তার শেখের ছেলে নজরুল শেখ(১৯) ও শিমলা মধ্যপাড়া গ্রামের মান্নান মাস্টারের ছেলে মোখলেছুর রহমান (১৯)।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি মো. ইলিয়াস আলী রাত সাড়ে ৯টার দিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের উপজেলার গোদলা দিঘোর গোদাইপুর ওভি হাইওয়ে রেস্টুরেন্টের সামনে অভিযান চালানো হয়। এ সময় যানবাহনে চাঁদাবাচিকালে ওই ৫ জনকে আটক এবং ২ হাজার ১৪৪ টাকাসহ ৫টি মোবাইল ফোন ও ৫ লাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব