নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, বিকেলে কর্ণগোপ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি ডোবায় ক্ষতবিক্ষত মৃতদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগে কে বা কারা ওই ব্যক্তিকে হত্যার পর ওই ডোবায় ফেলে রেখে গেছে।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব