ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে আনসার ক্যাম্পের সামনে শুক্রবার সকালে মটরসাইকলের ধাক্কায় আনসার-ভিডিপি কমান্ডার (পিসি) এসএম জাহাঙ্গীর হোসেন (৫৯) নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর রাজবাড়ি জেলার হামদমপুর-আল্লাদিপুর গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ডায়াবেটিক রোগী পিসি জাহাঙ্গীর সকাল সাড়ে ৭টার দিকে হাঁটতে বের হয়। এসময় আনসার ক্যাম্পের সামনে আসা মাত্রই একটি মটরসাইকেল তাকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ