মাদারীপুরের শিবচরে ফজলুল উলুম মাদ্রাসার ৮টি কক্ষ আগুনে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। উপজেলার বাহাদুরপুর গ্রামের ওই মাদ্রাসায় বৃহস্পতিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আগুনের শিখা দেখতে পেয়ে শিবচর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মাদ্রাসার ৮টি কক্ষসহ পুরো মাদ্রাসাটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ