নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম বাসষ্ট্যান্ডে নাটোর-বগুড়া মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে রেজাউল করিম রাজু (৫০) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় নিহতের একমাত্র মেয়ে এসএসসি পরিক্ষার্থী রিয়া খান (১৬) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় এ দুর্ঘটনা ঘটে।
সিংড়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা, নিহত কৃষক রেজাউল করিম রাজু শুক্রবার সকালে মেয়ে রিয়াকে এসএসসি পরীক্ষা দিতে তার ভাইয়ের বাসায় রাখতে যাচ্ছিল। সকাল সাড়ে ১০ টায় চৌগ্রাম বাসষ্ট্যান্ডে বগুড়াগামী পিক-আপ ভ্যানের সঙ্গে মটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাজুর মৃত্যু হয়। এসময় নিহত কৃষকের মেয়ে কালিগঞ্জ বনমালী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী রিয়া খান গুরুতর আহত হন। আহত রিয়াকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক পিকআপটি (ঢাকা মেট্রো-ন ১১-০৭৩০) আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ