জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহের শৈলকুপায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৫ পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ রাউন্ড গুলি বর্ষণ করে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার আওশিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে স্থানীয় সিরাজ হোসেন ও মক্কেল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকাল ৮টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ গ্রাম্য অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৫ পুলিশসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ৭ রাউন্ড গুলি বর্ষন করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৪ জনকে আটক করেছে।
শৈলকুপা থানার ওসি তোজাম্মেল হক জানান, পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব