লক্ষ্মীপুরে বিপুল পরিমান চোরাই ওষুধসহ জহিরুল ইসলাম খোকন ও রুবেল হোসেন নামে আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে সদর উপজেলার বাইশমারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত বিভিন্ন ধরনের প্রায় ৫ লাখ টাকার ওষুধ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃত জহিরুল ইসলাম খোকন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার পূর্ব হাজিপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে এবং রুবেল হোসেন লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিন মজুপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ভূইঁয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার চোরাই ওষুধসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন স্থানে একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন