গরুকে গোসল করাতে গিয়ে ঠাকুরগাঁও রাণীশংকৈলে কুলিক নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে।
তারা উপজেলার সন্ধ্যারই গ্রামের খলিলের ছেলে। এ ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার দুপুরে এই মৃত্যুর এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার সন্ধ্যারই গ্রামের খলিল তার বাড়ীর পশ্চিমে কুলিক নদীতে গরুকে গোসল করাতে যায়। এ সময় তার ২ ছেলে নান্নু (১৩) ও নাহিদ (১১) তার অজান্তে কুলিক নদীতে গোসল করতে গেলে পানিতে ডুবে যায় তারা। খলিল জানতে পেরে আশে পাশের লোকজন সহ ২ ভাইয়ের লাশ ঘটনা স্থল থেকে উদ্ধার করে।
এ ব্যাপারে রানীশংকৈল থানার ওসি তদন্ত নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন