পঞ্চগড়ের সরকারি অডিটোরিয়াম চত্বরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এনডিসি শুক্রবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম ও নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) বিকাশ বিশ্বাস।
মেলায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে চারটি প্যাভিলিয়নে ৩০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন