দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করার জন্য পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বেসরকারী উদ্যোগে গড়ে তোলা হয়েছে ইলিশ পার্ক এ্যান্ড রিসোর্ট। এই পার্কটির মধ্যে রয়েছে ৭২ ফুট দৈর্ঘের একটি ইলিশের ভাস্কর্য। স্থানীয় সংবাদকর্মী রুমান ইমতিয়াজ তুষার কুয়াকাটা মহাসড়ক লাগোয়া এলজিইডির বাংলোর বিপরীতে দুই বিঘা জমিতে এই ইলিশ পার্কটি গড়ে তুলেছেন। ভিতরে বাঁশ ও ছনের ঘর ছাড়াও প্রতিস্থাপন করা হয়েছে নানা প্রজাতির বন্য জীবজন্তুর ভাস্কর্য। এছাড়াও বিশ্বের অন্যতম বিশাল ইলিশ ভাস্কর্যের পেটের মধ্যের রেস্তোরাঁয় বসে ইলিশ খেতে পারবে দর্শনার্থীরা।
ইলিশ পার্ক এ্যান্ড রিসোর্ট সূত্রে জানা গেছে, ওই পার্ক মধ্যে ইতিমধ্যে প্রতিস্থাপন করা হয়েছে বাঘ, সিংহ, হরিন, কুমির, বক, কচ্ছপ, জিরাফসহ নানা প্রজাতির জীবজন্তুর ভাস্কর্য। পার্কে ঢুকলেই টম এন্ড জেরী (বিদেশী কুকুর) সমগ্র পার্ক ঘুরিয়ে নিয়ে যাবে ইলিশের রেস্তোরাঁয়। মূল ফটকে পাশেই রাখা হয়েছে কুয়াকাটার নানা পেশাজীবীদের কৃষ্টি কালচার, আদীবাসী রাখাইনদের বিচিত্র জীবন জীবিকার ফটো গ্যালারি। সমগ্র পার্কের চারদিকের রয়েছে নানা প্রজাতির সামদ্রিক মাছের প্রতিকৃতি। সাজানো হয়েছে ফুল ও ফলের গাছ দিয়ে।
পাঁচটি গোল ঘর, ইলিশ ক্যাফে, লেক, ফিস মিউজিয়াম, ফটোগ্যালারী, সাম্পান মঞ্চ, জুস কর্নারসহ লাইভ অ্যানিমল ও বিভিন্ন প্রাণির ভাস্কর্য। তৈরী হয়েছে উডেন কটেজ, শিশুদের বিনোদন পার্ক। ইলিশ পার্ক এ্যান্ড রিসোর্টটি পিকনিক, কনফারেন্স, কনসার্ট, বিয়েসহ যে কোন অনুষ্ঠানে ভাড়া নেয়ারও সুযোগ রয়েছে।
টুরিস্ট গাইড আবুল হোসেন রাজু জানান, ভ্রমণপিপাসুদের জন্য এরকম পর্যটন জোন তৈরী হলে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ইতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও বলেন, স্থানীয় স্কুল কলেজের পড়ুয়া শিক্ষার্থীরাসহ পর্যটকরা ওই পার্কে ছুটে আাসছেন। অভিবাবকরা তাদের সন্তানদের নিয়ে যাচ্ছে।
বাগেরহাট থেকে কুয়াকাটায় ভ্রমনে আসা ইমরুল হাসান মিরান জানান, প্রথমবারের মত কুয়াকাটায় বেড়াতে এসেছি। তিনদিন ধরে ওখানকার বিভিন্ন দর্শনীয় স্পট ঘুরে দেখেছি। খুব ভালই লেগেছে। তাবে ইলিশ পার্কের মধ্যে বাঁশ ও ছনের ঘর এবং নানা প্রজাতির বন্য জীবজন্তুর ভাস্কার্য আমাদের আনন্দের মাত্র আরো বাড়িয়ে দিয়েছে।
কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক সুজন মৃধা জানান, ব্যতিক্রম এ পার্কটি পর্যটকদের বিনোদনের মাত্রা বাড়িয়ে দিয়েছে।
ইলিশ পার্ক এ্যান্ড রিসোর্ট’র উদ্দোক্তা রুমান ইনতিয়াজ তুষার জানান, এ বছর ২০১৬ থার্টি ফার্স্ট নাইটে এ ইলিশ পার্কটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফারির ইনচার্জ এস আই সঞ্জয় মন্ডল জানান, কয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে ইলিশ পার্ক অন্যতম। ওখানে আসা পর্যটকদের নিরাপত্ত দিতে টুরিস্ট পুলিশের পাশাপাশি আমাদের টহল অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব